ভ্যাকসিন নিয়ে বড়সড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮ বছরের বেশি বয়সীদের সবাইকে বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। টিকার দাম নিয়ে অভিযোগ আসছিল মাঝে মধ্যেই। তাই এ বার এই বিষয়ে বিশেষ উদ্যোগী কেন্দ্র।
রাজ্য সরকারের হাতে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে ঠিকই, তবে বেসরকারি হাসপাতালগুলিকে টাকা নিয়ে ভ্যাকসিন বিক্রি করার সুযোগ থাকছে উৎপাদক সংস্থাগুলির হাতে। তবে বেসরকারি হাসপাতালে কোন ভ্যাকসিনের জন্য কত টাকা নেওয়া হবে, তা নির্দিষ্ট করে দিল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে বেসরকারি হাসপাতাল কোভিশিল্ডের একটা ডোজ়ের জন্য সর্বোচ্চ ৭৮০ টাকা, কোভ্যাকসিনের ডোজ়ের জন্য সর্বোচ্চ ১৪১০ টাকা ও স্পুটনিক ভি ভ্যাকসিনের জন্য সর্বোচ্চ ১১৪৫ টাকা নিতে পারবে।
এই দামের মধ্যেই ১৫০ টাকা সার্ভিস ট্যাক্স ধরা আছে। এর থেকে বেশি দাম নিলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলি কত টাকা নিচ্ছে, সে দিকে নজর দিতেও বলা হয়েছে রাজ্য সরকারকে।
Be the first to comment