
রোজদিন ডেস্ক, কলকাতা:– নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি স্কুলের বাস রাস্তার ধারের ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। দুর্ঘটনায় মারা গেলেন এক মহিলা। আরও চারজন জখম হয়েছেন বলে খবর।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুরে হাওড়া ময়দান চত্বরের রাস্তা দিয়ে একটি স্কুল বাস যাচ্ছিল। রাস্তায় বাঁক নেওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। গুরুতর জখম হন পাঁচজন। জখমদের দ্রুত উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর। তাঁদের শারীরিক অবস্থাও গুরুতর বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দ্রুতগতিতে বাসটি এসে ল্যাম্পপোস্টে ধাক্কা মারে। বাসটি কি দ্রুতগতিতে ছিল? নাকি কোনওভাবে ব্রেক ফেল করেছে? সেই প্রশ্ন উঠেছে। স্কুলবাসে পড়ুয়ারা যাতায়াত করে। বাসের গতি কতটা ছিল সেই প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।
Be the first to comment