“গলা চেপে ধরেছিল”, পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ প্রিয়াঙ্কার

Spread the love

উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে তাঁকে হেনস্থার অভিযোগ তুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ৷ অভিযোগ করেন, তাঁর গলা চেপে ধরেছিলেন এক মহিলা পুলিশকর্মী ৷ উত্তরপ্রদেশ পুলিশ অবশ্য প্রিয়াঙ্কা গান্ধির অভিযোগ খারিজ করে দিয়েছে ৷

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় প্রাক্তন IPS অফিসার এস আর দারাপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ শনিবার তাঁর বাড়িতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা ৷ কংগ্রেস নেত্রীর অভিযোগ, পথে তাঁর গাড়ি আটকায় পুলিশ ৷ তখন এক কংগ্রেস কর্মীর স্কুটারে চেপে দারাপুরীর বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি ৷ এরপর ২ কিমি দূরে ফের স্কুটারটিকে আটকায় পুলিশ ৷ তখন ইন্দিরানগরে দারাপুরীর বাড়ি পর্যন্ত হেঁটেই যান প্রিয়াঙ্কা ৷ প্রাক্তন IPS অফিসারের পরিজনদের সঙ্গে কথা বলেন ৷

তাঁর পথ আটকানোয় উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রিয়াঙ্কা ৷ বলেন, “দারাপুরীজির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে আটকায় পুলিশ ৷ আমার গলা চেপে ধরে এবং হেনস্থা করে ৷ এরপর দলের এক কর্মীর স্কুটারে চেপে যাওয়ার পথে ফের আমাকে ঘিরে ধরে ৷ সেখান থেকে হেঁটেই পৌঁছাই দারাপুরীজির বাড়িতে ৷”

তিনি আরও অভিযোগ করেন, অন্য এক মহিলা পুলিশকর্মী তাঁকে ধাক্কা দেন ৷ যার ফলে তিনি পড়ে যান ৷ তবে এসব করেও যে তাঁকে আটকানো যাবে না তা স্পষ্ট করে দেন ৷ বলেন, “পুলিশি নির্যাতনের শিকার প্রত্যেক নাগরিকের পাশে রয়েছি ৷ এটাই আমার সত্যাগ্রহ ৷”

পুলিশকে আক্রমণ করে কংগ্রেস নেত্রী আরও বলেন, আমাকে থামানোর কোনও কারণ ছিল না ৷ কিন্তু, মাঝপথে আমায় আটকায় ৷ বিজেপি সরকার ভীরুর মতো কাজ করছে ৷ আমি কংগ্রেসের উত্তরপ্রদেশ পূর্বের দায়িত্বে আছি ৷ রাজ্যের কোথায় আমি যাব, সেটা সরকার ঠিক করে দেবে না ৷” রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য তাঁকে আটকানো হয়েছে কি না, এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, “আমি শান্তিপূর্ণভাবে যাচ্ছিলাম ৷ তাহলে কীভাবে আইনশৃঙ্খলা নষ্ট হচ্ছে ?”

এদিকে প্রিয়াঙ্কার অভিযোগ খারিজ করে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ ৷ লখনউয়ের SSP কালানিধি নৈথানি বলেন, প্রিয়াঙ্কাকে হেনস্থা করা হয়নি ৷ নির্ধারিত পথ ছেড়ে অন্য রুটে আসায় আটকানো হয়েছিল তাঁর গাড়ি ৷ প্রিয়াঙ্কা গলা চেপে ধরার অভিযোগও খারিজ করে দেন তিনি ৷ বলেন, যে মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তিনি জানিয়েছেন, নিজের দায়িত্ব পালন করছিলেন ৷ কংগ্রেস নেত্রীকে কোনওরকম হেনস্থা করেননি ৷

প্রসঙ্গত, চলতি সপ্তাহের প্রথমে লখনউয়ের বাড়ি থেকে বছর ছিয়াত্তরের দারাপুরীকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাঁর বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে ৷ আদালতে ছুটি চলায় তাঁর জামিনের আবেদনের শুনানি হয়নি ৷ জেলে রয়েছেন তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*