বিশেষ প্রতিনিধি,
সম্প্রতি ‘কোয়ান্টিকো’র একটি পর্ব প্রচার হয়৷ তারপরেই সমালোচনা পড়তে হবে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। শনিবার এক টুইট করে ক্ষমা চান তিনি৷ তিনি বলেছেন, সম্প্রতি ‘কোয়ান্টিকো’তে প্রচারিত একটি পর্বতে ভারতীয় সন্ত্রাসবাদী হিসেবে অভিনয় করেছেন তিনি৷ এতে অনুভূতিতে আঘাত লেগেছে সাধারণ মানুষের৷ এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে করা এবং এর জন্য ক্ষমাপ্রার্থী তিনি। একজন ভারতীয় হওয়ার জন্য গর্বিত বলে জানিয়েছেন প্রিয়াংকা। এছাড়া মার্কিন টেলিভিশন স্টুডিও এবিসিও ‘কোয়ান্টিকো’ এই দৃশ্যের জন্য ক্ষমা চেয়েছে।
পর্বটিতে দেখানো হয়েছে কয়েকজন ভারতীয় মিলে যুক্তরাষ্ট্রের ম্যানহ্যাটনকে বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। আর সেই দোষ পাকিস্তানিদের উপর চাপানোর পরিকল্পা করছে তারা। নিজের দেশকে সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরার গল্পে কীভাবে তিনি রাজি হলেন এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে।
সোশ্যাল মিডিয়ায় একের পর এক টুইটে তোপের মুখে পড়েছেন প্রিয়াঙ্কা। টুইটারে অভিনেত্রীকে দেশবিরোধী হিসেবে চিহ্নিত করে সমালোচনার ঝড় উঠেছে।
Be the first to comment