সোনভদ্রে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীকে আটকালো উত্তরপ্রদেশ পুলিশ। প্রিয়াঙ্কার দাবি, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার জমি সংক্রান্ত বিবাদের জেরে সোনভদ্রে সংঘর্ষ হয়। যার জেরে তিন মহিলাসহ ১০ জন খুন হন। জখম হন আরও ২৩ জন । তদন্তে নেমে ২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগ দায়ের হয় ৭৮ জনের বিরুদ্ধে। এই ঘটনার পর শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিচালিত সরকারকে আক্রমণ করে প্রিয়াঙ্কা টুইট করেন, “সোনভদ্রে এতজন মানুষের মৃত্যু হলো। সরকার কি এখনও ঘুমোচ্ছে? কবে এই রাজ্য অপরাধ মুক্ত হবে? “
এরই মধ্যে শুক্রবার আহতদের সঙ্গে দেখা করতে সোনভদ্র যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেইসময় মির্জাপুরের নারায়ণপুর চৌকিতে প্রিয়াঙ্কার গাড়ি আটকায় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়, সোনভদ্রে যেতে পারবেন না প্রিয়াঙ্কা। পুলিশের এই পদক্ষেপের প্রতিবাদ করেন প্রিয়াঙ্কা। গাড়ি থেকে নেমে সেখানেই ধরনায় বসে পড়েন তিনি। প্রিয়াঙ্কা বলেন, “এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমার ছেলের বয়সি একজন গুলিবিদ্ধ হয়েছে। সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি তাকে দেখতে যাচ্ছিলাম। কোন আইনের বলে পুলিশের তরফে আমাকে আটকানো হল?”
যদিও এই ঘটনার জন্য কংগ্রেসকে দায়ি করেছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । এই ঘটনার পর তিনি বলেন, “জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত কংগ্রেস আমল থেকে। কংগ্রেসই জমি মাফিয়াদের সুরক্ষা দিয়েছে। সেই কারণে এই ঘটনা ঘটেছে।”
Be the first to comment