প্রিয়াঙ্কার বাড়িতে আচমকা ঢুকে পড়ল অচেনা ৫ জন, প্রশ্ন উঠলো নিরাপত্তা নিয়ে

Spread the love

গান্ধী পরিবারের নিরাপত্তা থেকে স্পেশাল প্রোটেকশন গ্রুপ তথা এসপিজি সরিয়ে নেওয়ার পর কম বিতর্ক হয়নি। তীব্র সমালোচনা করেছিলেন কংগ্রেস নেতারা। কিন্তু সোমবার প্রিয়াঙ্কা গান্ধী বঢড়ার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

সোমবার দুপুরে দিল্লিতে লোধি এস্টেটে প্রিয়াঙ্কার বাড়িতে ৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়ে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গাড়ি থেকে নেমে গেট দিয়ে ঢুকে সোজা বাড়ির বাগানে চলে যায় ওই পাঁচজন। এরপরই আবদার করেন, তাঁরা কংগ্রেস সাধারণ সম্পাদকের সঙ্গে ছবি তুলবে।

এসপিজি প্রত্যাহারের পর এখন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সিআরপিএফ-এর জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। সনিয়া-কন্যার বাস ভবনেও সিআরপিএফের জওয়ানরা ছিলেন। কিন্তু তাও কী ভাবে ওই পাঁচজন একেবারে বাড়ির ভিতর ঢুকে পড়ল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, ওই পাঁচজনের মধ্যে একজন মহিলাও ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*