বিজেপি মানে ৪৫ বছরে সবচেয়ে বেশি বেকারত্বঃ প্রিয়াঙ্কা গান্ধী

Spread the love

নাগরিকত্ব (সংশোধনী) আইন ২০১৯-এর প্রতিবাদে শনিবার রাজধানীর পথে নেমেছে কংগ্রেস। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, নাগরিকত্ব (সংশোধনী) আইন, বিজেপির একনায়কতন্ত্র, বর্তমান ICU-তে থাকা অর্থনৈতিক অবস্থা, বেকারত্ব সহ একাধিক ইস্যুর প্রতিবাদে এই “ভারত বাঁচাও র‌্যালি”। এই মহামিছিলের নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী, মনমোহন সিং,প্রিয়াঙ্কা গান্ধী, পি. চিদম্বরম সহ অন্য কংগ্রেস নেতারা।

এদিনের জনসভা থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, প্রতিটি বাসস্টপ, সংবাদপত্রে দেখা যায় মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। কিন্তু প্রকৃত বিষয়টি হল বিজেপি মানে ১০০ টাকা কেজি পিঁয়াজ, বিজেপি মানে ৪৫ বছরে সবচেয়ে বেশি বেকারত্ব, বিজেপি মানে ৪ কোটি চাকরি নষ্ট। তিনি আরও বলেন, সমস্ত দেশবাসীকে বলতে চাই, আপনারা প্রতিবাদে গর্জে উঠুন। যদি দেশকে ভালোবাসেন, তাহলে তার কন্ঠ হয়ে উঠুন। আমরা যদি সরব না হই, এই পরিস্থিতিতেও ভয় ও মিথ্যার আড়ালে থেকে যাই তাহলে আমাদের সংবিধান ধ্বংস হয়ে যাবে।

এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পি বি চিদম্বরম বলেন, ছ’মাসের মধ্যে মোদী সরকার ভারতীয় অর্থনীতির বেহাল দশা করে ছেড়েছে। তাও মন্ত্রীদের কাছে কোনও তথ্য নেই। গতকাল অর্থমন্ত্রী বলেছিলেন, সব ঠিক আছে, আমার সবার আগে রয়েছি। কিন্তু একটি কথা বলেননি যে, আচ্ছে দিন আনে ওয়ালে হ্য়ায়।


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*