সোমবার উত্তরপ্রদেশ সফরে প্রিয়াঙ্কা, স্বাগত জানাতে প্রস্তুত দলীয় নেতা-কর্মীরা

Spread the love

লোকসভা নির্বাচন আসন্ন। আর নির্বাচনের আগে কর্মীদের চাঙ্গা করতে রাহুল গান্ধীর সঙ্গে ময়দানে নামতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। জানা গিয়েছে, সোমবার থেকেই রাজনীতির ময়দানে নামছেন প্রিয়াঙ্কা। চার দিনের লখনউ সফরে ঠাসা কর্মসূচি অপেক্ষা করছে তাঁর জন্য। দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম উত্তরপ্রদেশ সফরে আসছেন প্রিয়াঙ্কা। তবে তিনি যে শুধু পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব সরকারিভাবে হাতে তুলে নিতেই আসছেন একথা বললে ভুল হবে। চার দিনের এই সফরে দলের নেতা ও পদাধিকারীদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন তিনি। এছাড়াও সফর চলাকালীন প্রিয়াঙ্কা ও জ্যোতিরাদিত্য বৈঠক করবেন কংগ্রেসের জেলা ও শহর সভাপতিদের সঙ্গেও।

এদিকে সোমবার তাঁর সঙ্গেই আসছেন দাদা রাহুল গান্ধী ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জ্যোতিরাদিত্যকে দেওয়া হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্ব। প্রিয়াঙ্কা ও জ্যোতিরাদিত্য থাকলেও সম্ভবত সোমবারই ফিরে যাওয়ার কথা রয়েছে রাহুল গান্ধীর। আর দায়িত্বভার হাতে নিয়ে এই সফরে প্রথমেই প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা ও পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসবেন প্রিয়াঙ্কা, এমনটাই খবর।

অন্যদিকে, সোমবার রাহুল, প্রিয়াঙ্কা ও জ্যোতিরাদিত্যকে স্বাগত জানানোর জন্যে তৈরি হচ্ছেন কংগ্রেস কর্মীরা। আর সেই প্রস্তুতির কাজ তুঙ্গে। জানা গিয়েছে, রাস্তা জুড়ে প্রায় ৩৭টি জায়গায় তাঁদের বরণ করা হবে দলীয় নেতা-কর্মীদের তরফে। দলের সদর দফতরে যাওয়ার সময় রাস্তায় মহাত্মা গান্ধী ও রাজীব গান্ধীর মূর্তিগুলিতে মাল্যদান করবেন তাঁরা তিন জনই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*