স্টিমারে চেপে ম্যারাথন প্রচার শুরু করলেন প্রিয়াঙ্কা গান্ধী

Spread the love

প্রয়াগে স্নান সেরে সোমবার গঙ্গাবক্ষে ম্যারাথন প্রচার শুরু করে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। যোগী-রাজ্য উত্তরপ্রদেশে ভোটের প্রচারে নেমে পড়লেন প্রিয়াঙ্কা। গঙ্গাবক্ষে তিনদিনের ম্যারাথন প্রচার শুরু করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। প্রিয়াঙ্কাকে ঘিরে এদিন সর্বত্রই কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এদিন প্রয়াগে হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু হয় একশো চল্লিশ কিলোমিটার প্রচার। প্রচার শুরুর আগে উত্তরপ্রদেশের জনতার উদ্দেশ্যে এক খোলা চিঠিতে প্রিয়াঙ্কা লেখেন, গঙ্গা উত্তরপ্রদেশের মানুষের সহায়। জানা গিয়েছে, তিন দিন গঙ্গাযাত্রা করবেন প্রিয়াঙ্কা গান্ধী। স্টিমার বোটে ১৪০ কিমি গঙ্গাযাত্রা করবেন তিনি।

পাশাপাশি এদিন প্রয়াগরাজের এক সভায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ধনীদের জন্যই চৌকিদার থাকে, কৃষকদের জন্য নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ম্যায় ভি চৌকিদার ক্যাম্পেনকে কটাক্ষ করে এমনই মন্তব্য করেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, গতকাল আমি কৃষকদের সঙ্গে কথা বলি। একজন কৃষক আমাকে বলেন, চৌকিদার তো ধনীদের জন্য। আমরা কৃষকরা নিজেরাই নিজেদের চৌকিদার।

প্রিয়াঙ্কা এদিন আরও বলেন, গত ৪৫ বছরে বেরোজগারের সংখ্যা এতটাও বাড়েনি, যতটা বিগত ৫ বছরে বেড়েছে।

দেখুন ছবি!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*