আইসোলেশনে প্রিয়াঙ্কা গান্ধী। এক ট্যুইট বার্তায় নিজেই এই খবর জানিয়েছেন রাজীব কন্যা। জানা গিয়েছে করোনা থাবা বসিয়েছে প্রিয়াঙ্কার পরিবারে। করোনা আক্রান্ত হয়েছে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভডরা। স্বামী করোনা আক্রান্ত হওয়ার পরেই নিজেকে আইসোলেশনে রেখেছেন প্রিয়াঙ্কা।
কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী শুক্রবার থেকে নিজের বাড়িতেই সেল্ফ আইসোলেশনে রয়েছেন বলে খবর। সবরকম রাজনৈতিক প্রচার থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। যদিও তাঁর টেস্ট রিপোর্ট নেগেটিভ। তবু চিকিৎসকদের পরামর্শ মতো তিনি বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
প্রসঙ্গত, চারটি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে চলছে বিধানসভা নির্বাচন। সেই সব রাজ্যে রাজনৈতিক প্রচারের একাধিক কর্মসূচি ছিল প্রিয়াঙ্কার। সেসবই আপাতত বন্ধ রাখা হয়েছে চিকিৎসকদের পরামর্শে। ট্যুইট করে প্রিয়াঙ্কা তাঁর অনুগামীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন। তামিলনাড়ু, কেরল বা অসমে যে প্রচারে অংশ নেওয়ার কথা ছিল তাঁর, সেবই বাতিল করতে হচ্ছে সংক্রমণের ভয়ে।
এদিকে, এর আগে রবার্ট ভডরা ফেসবুকে জানান তিনি করোনা আক্রান্ত। এক ব্যক্তির সংস্পর্শে আসার ফলেই তিনি আক্রান্ত হয়েছেন। যদিও তিনি অ্যাসিম্পট্যোম্যাটিক। তবু তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তিনি ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সেল্ফ আইসোলেশনে রয়েছেন বলে জানিয়ে ছিলেন ভডরা। তবে তাঁর স্ত্রীর রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছেন রবার্ট ভডরা।
Be the first to comment