লোকসভা নির্বাচনের আগেই বিপাকে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। ইডির চার্জশিটে রয়েছে তাঁর নাম। আর্থিক কারচুপির অভিযোগ উঠেছে কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে। দুই দিন আগেই প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরার নামও ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছিল। এবার জড়াল কংগ্রেস নেত্রীর নামও।
জানা গিয়েছে, হরিয়ানার ফরিদাবাদে একটি কৃষিজমি কেনা-বেচা ঘিরে দুর্নীতি হয়েছে। তাতেই জড়িত প্রিয়ঙ্কা গান্ধী। ইডির দাবি, ২০০৬ সালে দিল্লির এক রিয়েল এস্টেট এজেন্ট এইচএল পাহার কাছ থেকে হরিয়ানায় ৪০ একরের তিনটি কৃষিজমি কিনেছিলেন প্রিয়ঙ্কা ও তাঁর স্বামী রবার্ট বঢরা। ২০১০ সালে আবার সেই রিয়েল এস্টেট এজেন্টের কাছেই ওই জমি বিক্রি করে দেন। এই জমি কেনা-বেচা ঘিরেই বেআইনি আর্থিক লেনদেন হয়েছে বলে ইডির দাবি।
Be the first to comment