প্রিয়াঙ্কার চাপে হুসেনের ছবি ২ কোটি টাকায় কেনেন, ইডির কাছে নালিশ ইয়েস ব্যাঙ্কের কর্তার

Spread the love

কেন্দ্রীয় মন্ত্রীর চাপে প্রিয়াঙ্কা গান্ধি বঢরার কাছ থেকে ছবি কিনতে হয়েছিল ইয়েস ব্যাঙ্কের প্রমোটার রানা কাপুরকে ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র কাছে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রানা কাপুর ৷ ছবিটি বিখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের আঁকা ৷ প্রিয়াঙ্কা গান্ধির কাছ থেকে ২ কোটির টাকা দিয়ে ছবিটি কিনতে বাধ্য হয়েছিলেন ইয়েক ব্যাঙ্কের প্রমোটার ৷

এই ঘটনার সময় কেন্দ্রে কংগ্রেস সরকারের পেট্রোলিয়াম মন্ত্রী ছিলেন মুরলী দেওরা ৷ তিনি চাপ দিয়েছিলেন রানা কাপুরকে ৷ এই ছবি বিক্রির টাকায় কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি নিউ ইয়র্কে গিয়ে চিকিৎসা করাবেন বলে জানানো হয়েছিল তাঁকে।

ইউপিএ সরকারের পেট্রেলিয়াম মন্ত্রী মুরলী দেওরা নাকি ইয়েস ব্যাঙ্কের প্রমোটারকে পদ্মভূষণ সম্মান পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ এছাড়া এমএফ হুসেনের ছবি কেনার বদলে ব্যবসা আরও বাড়াতে পারবেন রানা কাপুর, এমন টোপও দিয়েছিলেন ৷ এসব তথ্য উঠে এসেছে ইডির চার্জশিটে ৷ কেন্দ্রীয় সংস্থাটি রানা কাপুর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে একটি অর্থ প্রতারণা মামলার তদন্ত করছে ৷

গৌতম থাপারের অবন্তা কোম্পানিকে বেআইনি উপায়ে ১ হাজার ৯০০ কোটি টাকা ঋণ দেন রানা কাপুর ৷ তাঁর বিরুদ্ধে এই অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ৷ ইডি জানিয়েছে, কাপুরকে ৩০০ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছিল, যাতে তিনি ইয়েস ব্যাঙ্ক থেকে গৌতম থাপারের কোম্পানিকে ওই বিশাল অঙ্কের ঋণ পাইয়ে দেন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*