উত্তরপ্রদেশে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করে ‘রেওয়াড়ী ঐতিহ্য’-এর সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই ঘটনার দু’দিন পরই সংশোধিত জিএসটি কার্যকর হয়েছে ৷ ফলে সোমবার থেকেই দাম বেড়েছে বহু নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। আর তারপরই মোদিকে তাঁর ‘রেওয়াড়ী ঐতিহ্য’ সংক্রান্ত মন্তব্যের কড়া জবাব দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। তাঁর অভিযোগ, বর্তমান কেন্দ্রীয় সরকার শুধুমাত্র নির্দিষ্ট কিছু শ্রেণির উপার্জন বৃদ্ধির পথ প্রশস্ত করছে ৷ একইসঙ্গে, ‘রেওয়াড়ী ঐতিহ্য’-এর কথা বলে দরিদ্র ও মধ্যবিত্তদের অপমান করা হয়েছে বলেও দাবি করেছেন প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত, রেওয়াড়ী একটি সুস্বাদু মিষ্টি ৷ উৎসবের মরশুমে বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনদের মিষ্টিমুখ করানোর জন্য এটি বিতরণ করা হয়। তবে, একইসঙ্গে রেওয়াড়ী বিতরণের এই প্রথাকে বেশ কিছু ক্ষেত্রে ‘ঘুষ’ প্রদানের সঙ্গেও তুলনা করা হয়। অনেক সময়েই ভোট আদায়ের জন্য জনমোহিনী বিভিন্ন প্রকল্প চালু করে সরকার পক্ষ। যাকে সাধারণভাবে ‘পাইয়ে দেওয়ার রাজনীতি’ বলা হয়! এই বিষয়টিই ‘রেওয়াড়ী ঐতিহ্য’ হিসাবে পরিচিত ৷ শনিবার বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের সময় মোদি এই অভ্যাসের বিরোধিতা করেন। বলেন, এই প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন, পাইয়ে দেওয়ার রাজনীতিকে প্রশ্রয় দিলে চলবে না ৷ বদলে মানুষের জন্য প্রকৃত উন্নয়ন করতে হবে ৷ বলা বাহুল্য, বিরোধীদের আক্রমণ করতেই ‘রেওয়াড়ী ঐতিহ্য’-এর প্রসঙ্গ তুলেছিলেন মোদি।
সোমবার হিন্দিতে একটি টুইট করেন প্রিয়াঙ্কা ৷ সেখানে তিনি লেখেন, পেট্রল-ডিজেল, রান্নার গ্য়াসের দাম আগেই বাড়ানো হয়েছিল ৷ আজ থেকে আটা, শস্য দানা এবং দইও মহার্ঘ্য হল ৷ আগামী দিনে তাঁর ধনকুবের বন্ধুদের জন্য মোদিজি বিদ্যুতের দামও বাড়াবেন ৷ কিছু মানুষের উপার্জন বাড়ানোর জন্য নির্বিচারে ব্যবস্থা করা হচ্ছে ৷ অন্যদিকে, রেওয়াড়ী ঐতিহ্যের কথা বলে দরিদ্র এবং মধ্যবিত্তদের অপমান করা হচ্ছে ৷
এদিন তাঁর টুইটের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন প্রিয়াঙ্কা ৷ তাতে গ্রাফিক্সের মাধ্যমে বিভিন্ন পণ্য়ের দামবৃদ্ধির খতিয়ান তুলে ধরা হয় ৷ জিএসটি প্রয়োগের ফলে আদতে যে দেশের আমজনতার উপর করের বোঝা বেড়েছে, সেটাই বোঝানোর চেষ্টা করেন প্রিয়াঙ্কা ৷
Be the first to comment