দাদার পাশেই দাঁড়ালেন বোন। রাহুলকে সমর্থন জানিয়ে ট্যুইট করলেন প্রিয়াঙ্কা গান্ধী। সামান্য কিছু লোকেরই এই সাহস থাকে। তোমার সিদ্ধান্তকে গভীর শ্রদ্ধা জানাই। টুইট করে একথাই জানালেন প্রিয়াঙ্কা গান্ধী। বুধবারই কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল। ওয়ার্কিং কমিটির কাছে ইস্তফাপত্র পাঠানোর পর তা ট্যুইটে তুলে দেন বিদায়ী সভাপতি। লোকসভা ভোটে হারের দায় নিয়েই পদত্যাগ বলে চিঠিতে জানিয়েছেন রাহুল। একইসঙ্গে দলীয় নেতাদেরও উদ্দেশ্যেও তাৎপর্যপূর্ণ বার্তা রাহুলের।
উল্লেখ্য, লোকসভা ভোটের পরই পদত্যাগের কথা দলকে জানিয়েছিলেন রাহুল গান্ধী। সভাপতি হিসাবে চিঠিপত্রে সই করাও বন্ধ করেন। তিনি পদে আছেন না নেই, এই বিভ্রান্তি বাড়ছিল। তার মধ্যেই পদত্যাগের চিঠি দিলেন রাহুল। দ্রুত নতুন সভাপতি বাছাইয়ের কাজ শুরু করতেও আবেদন করেছেন ওয়েনাডের সাংসদ।
এছাড়াও এদিন রাহুলের সমর্থনে টুইট করেছেন মা সোনিয়া গান্ধীও। তিনি বলেন এই সিদ্ধান্ত খুব একটা সহজ ছিল না। আমি তোমার সাথে আছি।
Be the first to comment