ভবানীপুর উপ নির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের বিরুদ্ধে এবার বিধিভঙ্গের অভিযোগ উঠলো। বুধবার তাঁকে এই মর্মে একটি চিঠি দিয়েছেন ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার। সেখানে উল্লেখ করা হয়েছে, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন কোভিড বিধি ভঙ্গ করে জমায়েত করা হয়েছিল। আর সেই কারণেই তাঁর জবাব তলব করল কমিশন। এদিন বিকেল ৫টায় তাঁকে চিঠির উত্তর দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে নির্বাচন উপলক্ষ্যে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। স্পষ্ট উল্লেখ করা ছিল, পাঁচজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা করা যাবে না। করোনা পরিস্থিতিতে বারবার ভিড়, জমায়েত এড়িয়ে যাওয়ার কথা বলেছিল কমিশন। কিন্তু, জানা যাচ্ছে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের মনোনয়ন জমা করার দিন জমায়েত নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূল। শাসকদলের তরফে অভিযোগ জানানো হয়েছে, কোভিড বিধি না মেনেই প্রচার করেছেন প্রিয়াঙ্কা। নিয়ম না মেনেই বেশি সংখ্যক মানুষকে নিয়ে মনোনয়ন জমা করতে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেই মর্মেই বিজেপি প্রার্থীকে চিঠি ধরিয়েছে কমিশন। বিকেল ৫টার মধ্যে তাঁকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর মনোনয়ন পেশ করেন প্রিয়াঙ্কা। প্রথমে তিনি কালীঘাট মন্দিরে পুজো দেন। তারপর সেখান থেকে SSKM হাসপাতালের কাছে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে আসেন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। একাধিক কর্মীদের দেখা যায় ঢাক বাজিয়ে-ধুনুচি নাচের মাধ্যমে প্রার্থীকে অভ্যর্থনা জানাতে। প্রিয়াঙ্কাকেও দেখা যায় ধুনুচি নিয়ে নাচতে। এরপরই শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে সার্ভে বিল্ডিংয়ে প্রবেশ করেন তিনি। বিরোধী দলনেতা ছাড়াও প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী এবং সাংসদ অর্জুন সিং। তৃণমূলের অভিযোগ, সেদিনের জমায়েতে পাঁচশোর বেশি লোক ছিল। যা নির্বাচনী বিধিভঙ্গের সামিল। তৃণমূলের অভিযোগের পরই প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে চিঠি দেয় ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসার।
অন্যদিকে, বুধবার ভবানীপুরে প্রচারে বেরিয়ে কার্যত ঘেরাওয়ের মুখে পড়েন প্রিয়াঙ্কা। তাঁকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন তৃণমূল সমর্থকরা। বৃষ্টি মাথায় নিয়েই ভবানীপুরের যদুবাবুর বাজার থেকে এদিন প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী।
Be the first to comment