‘‌ওঁর ওজন আছে, তাই ওঁ হেভিওয়েট’‌, প্রাতঃভ্রমণে বেরিয়ে মমতাকে কটাক্ষ প্রিয়াঙ্কার

Spread the love

ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে। তার পর থেকেই বিজেপি নেতারা শুরু করে দিয়েছেন মমতার বিরুদ্ধে নানা আক্রমণ। এবার সেই একই পথে হাঁটলেন বিজেপি প্রার্থী। রবিবাসরীয় সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ করছিলেন তিনি। তখন সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায় হেভিওয়েট প্রার্থী। তাঁর বিরুদ্ধে আপনার প্রতিদ্বন্দ্বিতা কেমন লাগছে?‌ উত্তরে কটাক্ষ করে তিনি বলেন, ‘‌ওঁর ওজন আছে, তাই ওঁ হেভিওয়েট।’‌

আজ ভিক্টোরিয়ায় তাঁকে দেখা গেল, ট্র্যাকশুট পরে চুল বেঁধে প্রাতঃভ্রমণে উপস্থিত তিনি। তারপর শুরু হয় তাঁর প্রচার ও জনসংযোগ। হাতজোড় করে অনেককে নমস্কার জানাচ্ছেন। প্রতি নমস্কার করছেন অনেকে। আবার অনেকে রাজনীতি এড়িয়ে চলতে সে পথে হাঁটছেন না। এই পরিস্থিতিকে সামনে রেখেই প্রশ্ন করা হয়েছিল প্রিয়াঙ্কাকে। ঠিক কী বলেছেন বিজেপি প্রার্থী?‌ তাঁর কটাক্ষ, ‘‌ওঁর ওয়েট আছে, তাই তিনি হেভিওয়েট। চিকিৎসক ওঁকে হাঁটার পরামর্শ দিচ্ছেন।’‌

রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়ে তিনি কতটা আশাবাদী?‌ উত্তরে বলেন, ‘‌জয় নিয়ে আমি আশাবাদী। কারণ আমি মানুষের জন্য লড়াই করছি। বিধানসভা নির্বাচনে খুনের খেলা খেলেছে ওরা। এবারও যদি তাই করে তাহলে তো গণতন্ত্রের কোনও মানে হয় না।’‌

উল্লেখ্য, শনিবার প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে মমতার বোনের বয়সী মেয়ে বলে সম্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘‌আমি কে তা ওঁ ধীরে ধীরে চিনে যাবেন।’‌ ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা ছিলেন তিনি। একুশের নির্বাচনে তাঁকে এন্টালি থেকে প্রার্থী করা হয়। সেখানে প্রায় ৫৮ হাজার ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে হেরে যান। তবে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*