ভাইয়ের দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল

Spread the love

শিয়ালদার বাড়িতে নিয়ে আসা হল ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের ভাই পীযূষ শর্মার দেহ। সোমবার হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ ৩৬ বছরের পীযূষ শর্মা লিভারের অসুখে ভুগছিলেন। সম্প্রতি তাঁর লিভার প্রতিস্থাপন হয়েছিল হায়দরাবাদের এক হাসপাতালে ৷ মঙ্গলবার শিয়ালদহের বাড়িতে তাঁর দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন বিজেপি প্রার্থী ৷ পীযূষ শর্মার মৃত্যুতে বিজেপি নেত্রী এবং তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷

প্রসঙ্গত, সোমবার বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছে বিজেপি ৷ ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে তিন আইনজীবীর লড়াই হবে ৩০ সেপ্টেম্বর ৷ কিন্তু, তার আগে শোকের ছায়া বিজেপি প্রার্থীর পরিবারে ৷ গতকাল মনোনয়ন জমা দেওয়ার পরেই ভাই পীযূষ শর্মার মৃত্যুর খবর পান তিনি ৷ হায়দরাবাদের হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ আজ সকালে তাঁর দেহ শিয়ালদার বাড়িতে এসে পৌঁছেছে। ভাইয়ের দেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন প্রিয়াঙ্কা টিবরেওয়াল ৷

আজ নিমতলা মহাশ্মশানে পীযূষের শেষকৃত্য সম্পন্ন হয় ৷ পীযূষের মৃত্যুতে শোকপ্রকাশ করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রিয়াঙ্কার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ দিলীপ ঘোষ জানিয়েছেন, এই সময় প্রিয়াঙ্কার পরিবারের পাশে বিজেপি নেতৃত্ব রয়েছে ৷ পীযূষ শর্মার আত্মা শান্তি কামনা করেছেন তিনি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*