প্রিয়রঞ্জন দাসমুন্সীর মৃত্যুতে শোকজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় নেতা। প্রিয়দার মৃত্যু অপূরণীয় ক্ষতি। তার অত্যন্ত সক্রিয় জীবন ছিল। কয়েকবছরে কর্মদক্ষতা তার কমে গিয়েছিল যেটা আরো দুঃখের। যাই হোক তবুতো তিনি বেঁচে ছিলেন। তার চলে যাওয়া অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। ২০০৮ সাল থেকেই জীবন্মৃত অবস্থায় ছিলেন। প্রাণটা ছিলো কিন্তু তিনি শয্যাশায়ী ছিলেন। কোনকিছু বোঝার ক্ষমতা ছিল না। তার ফলে বেঁচে থাকার যে কর্মপ্রেরণা, কর্ম উন্মাদনা তার মধ্যে ছিলনা।
আজ অর্ধদিবস ছুটি। সেন্ট্রাল মিনিস্টার বা এক্স মিনিস্টারের ক্ষেত্রে এরকম ছুটি দেওয়াই যায়। আগামীকাল বিধানসভার অধিবেশন বেলা ১২টার পর মুলতুবি।
কাল রাষ্ট্রীয় মর্যাদায় রায়গঞ্জে শেষকৃত্য হবে প্রিয়রঞ্জন দাসমুন্সীর। আজ রাতে মরদেহ পিস হেভেনে থাকবে। কাল পিসিসি অফিস ও কলকাতার বাড়ি হয়ে সরকারী হেলিকাপ্টারে রায়গঞ্জে যাবে মরদেহ।
ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকজ্ঞাপন
Be the first to comment