বেলগাছিয়ার নতুন জায়গায় ময়লা ফেলা নিয়ে ফের সমস্যা, স্থানীয়দের বিক্ষোভ চরমে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বেলগাছিয়ার ভাগাড়ে ময়লা ফেলতে নিষেধ করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। নতুন করে কোথায় আবর্জনা ফেলা হবে সেই স্থানও নির্বাচন করে দিয়েছে প্রশাসন। কিন্তু আজ বুধবার সকালে গাড়ি বোঝাই করা আবর্জনা ফেলা নিয়ে শুরু হয় আবার বিতর্ক,দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়।পুরসভা কর্মীদের। স্থানীয়রা তুমুল বিক্ষোভ দেখান, বাধা দেন, ফলে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থেকে ফিরতে হয়
এখনও বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একটাই দাবি, এই এলাকায় জঞ্জাল ফেলা যাবে না।

মঙ্গলবারই পুরমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, বেলগাছিয়ার ভাগাড়ে আর আর্বজনা না ফেলে হাওড়া পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ডের পুলিশ অ্যাকাডেমি ও হিন্দি বিশ্ববিদ্যালয়, ফুটবল অ্যাকাডেমির পাশে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের ফাঁকা জমিতে মাস দেড়েকের জন্য জঞ্জাল ফেলা হোক। সেই মতো মাঝ রাতে থেকে প্রস্তুতিও শুরু করেছিল পুরসভার সাফাই বিভাগ। বুধবার সকাল থেকে আর্বজনা বোঝাই ২০টির বেশি গাড়ি আড়ুপাড়ার নির্ধারিত জায়গায় এসে সার দিয়ে দাঁড়িয়েও পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে সব গাড়িগুলি রাস্তাতেই আটকে দেন। প্রবল বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত পুরসভার গাড়িগুলি আর্বজনা না ফেলেই ফিরে যেতে বাধ্য হয়। এই নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পুরসভার পদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*