হিউম্যানিটিজের নোবেল ‘হলবার্গ’ পেলেন অধ্যাপক গায়ত্রী, শুভেচ্ছা জানালেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সাহিত্যের তত্ত্ব এবং দার্শনিক চিন্তায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য নরওয়ের হলবার্গ পুরস্কার পাচ্ছেন বাঙালি পন্ডিত অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। গত বৃহস্পতিবার হলবার্গ কমিটি ২০২৫ সালের হলবার্গ পুরস্কার বিজয়ী হিসেবে গায়ত্রীর নাম ঘোষণা করেছে। এই পুরস্কার আর্টস এবং হিউম্যানিটিজের নোবেল হিসেবেও পরিচিত। এই সম্মান পাওয়ার জন্য তাঁকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ৫ জুন নরওয়ের বেরজেন বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে সে দেশের যুবরাজ হাকোন তাঁর হাতে এই পুরস্কার তুলে দেবেন। এর আগেও একাধিক পুরস্কার ও সম্মান পেয়েছেন আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ৮২ বছর বয়সি এই অধ্যাপক। তবে নিঃসন্দেহে এই পুরস্কার তাঁর অসংখ্য স্বীকৃতি ও সম্মানের মুকুটে নয়া পালক বলা চলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর পাওয়া মাত্রই নিজের এক্স হ্যান্ডেলে অধ্যাপককে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।
তিনি বলেছেন,”আমাদের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে আরও একটি শীর্ষ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য আমি অভিনন্দন জানাই। এ বছর তাকে নরওয়ের হলবার্গ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে, যা মানবিক ও সামাজিক বিজ্ঞানের সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচিত। এই সর্বোচ্চ সম্মান অর্জনের মাধ্যমে তিনি আমাদের গর্বিত করেছেন।

অধ্যাপক স্পিভাক সাহিত্য তত্ত্ব এবং দর্শনে তাঁর অবদানের জন্য ব্যাপকভাবে পরিচিত। তবে পশ্চিমবঙ্গের কিছু প্রত্যন্ত গ্রামে দরিদ্র-বান্ধব স্বেচ্ছাসেবকদের সাথে তাঁর দীর্ঘ ও টেকসই সহযোগিতা আমাকে মুগ্ধ করেছে। বাংলা সাহিত্যের সর্বকালের ধ্রুপদী সাহিত্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য তাঁর প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করে।
এই মহান পণ্ডিতের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*