বর্ষীয়ান অধ্যাপকের উপর যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন এক গবেষণারত তরুণী। অভিযোগের ভিত্তিতে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
ঘটনাটি বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের। ভারতের এই নামকরা প্রতিষ্ঠানের এক বর্ষীয়ান অধ্যাপকের উপর এই অভিযোগ আনেন তাঁর অধীনে গবেষণা করা এক তরুণী। তিনি অভিযোগ করেছিলেন মাঝেমধ্যেই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার কথা বলে তাঁকে ডেকে পাঠাতেন ওই অধ্যাপক। তারপর যৌন নিগ্রহ করতেন। তাঁর অনেক বারণ সত্বেও নিজের কর্মকাণ্ড ওই অধ্যাপক থামাননি বলে অভিযোগ করেছেন ওই তরুণী।
তারপরেই তিনি ইনস্টিটিউটের কমপ্লেন কমিটির কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অভ্যন্তরীন কমিটি। তাঁরা তদন্ত করে দেখেন, ওই তরুণী যে অভিযোগ এনেছেন, তা সত্যি। আরও অনেক গবেষকই ওই অধ্যাপকের বিরুদ্ধে কথা বলেন।
তারপরেই ওই অধ্যাপককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ওই অভিযুক্ত অধ্যাপককে এই বিষয়ে নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের তরফে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়, এরকম কোনও ঘটনা বরদাস্ত করবেন না তাঁরা। ছাত্র-ছাত্রীদের সুরক্ষা তাঁদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।
যদিও কোন অধ্যাপকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে বা ব্যবস্থা নেওয়া হয়েছে তাঁর পরিচয় বাইরে প্রকাশ করেনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স।
Be the first to comment