বিধাননগর ডিএ ১১৭-এর বাসিন্দা বৃদ্ধা সুচিত্রা বক্সির সঙ্গে প্রতারণার অভিযোগ। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের হস্তক্ষেপে গ্রেফতার বিধাননগরের প্রোমোটার বিশ্বদীপ চক্রবর্তী। বুধবার অভিযুক্তকে পেশ বিধাননগর আদালতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধান নগর ডিএ ১১৭-র বাসিন্দা সুচিত্রা বক্সি( ৮৬) সঙ্গে বহুতল করার চুক্তি করেছিলেন প্রোমোটার বিশ্বদীপ চক্রবতী। এর জন্য ৭০ লক্ষ টাকা এবং একটি ফ্লোর দেওয়ার কথা ছিল বলে দাবি বৃদ্ধার। একইসঙ্গে যতদিন না পর্যন্ত বহুতল তৈরি হচ্ছে, ততদিন বৃদ্ধাকে থাকার বন্দোবস্ত করে দেওয়ারও কথা ছিল। বৃদ্ধা সুচিত্রা বক্সির অভিযোগ, থাকার ব্যবস্থা করা হয়নি। আর ৭০ লক্ষের জায়গায় মাত্র ১৪ লক্ষ টাকা তাকে দেওয়া হয়েছিল।
বিষয়টি নিয়ে ২০১৫-র জানুয়ারির ৫ তারিখে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করেন ওই বৃদ্ধা। এরপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। চলতি মাসে বৃদ্ধা যোগাযোগ করেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ে। এরপরেই মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে বিধাননগর কমিশনারেটে বিষয়টি সম্পর্কে তৎপর হতে বলা হয়। এরপরেই পুলিশ অভিযুক্ত প্রোমোটার বিশ্বদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে।
Be the first to comment