অঞ্জন মিত্র মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর মোহনবাগানের ভোটে সেই গরম হাওয়াটা আর নেই। কিন্তু নির্বাচন হবে বেশ কয়েকটি পদে। আর টুটু বসু গোষ্ঠী যে সেই ভোটে এক ইঞ্চিও জমি ছড়তে রাজি নয় তা বোঝা গেল রবিবার। স্টার থিয়েটারে টুটু বসুর হয়ে নির্বাচনী প্রচারে যোগ দিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এর আগে বেহালার প্রচার সভায় যোগ দিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সবুজ তোতা হোসে র্যামিরেজ ব্যারেটোও যোগ দিয়েছিলেন টুটুবাবুর সমর্থনে প্রচার সভায়। এ দিন স্টার থিয়েটারে নির্বাচনী সভায় যোগ দেন প্রসেনজিৎ। তিনি বলেন, “প্রতিটি পরিবারেই সমস্যা আছে। সমস্যা আছে টলিউডের আর্টিস্ট ফোরামেও। মোহনবাগানের সমস্যা সমাধানে সদস্যরাই সঠিক ব্যক্তিকে বেছে নেবেন নির্বাচনে।”
প্রসঙ্গত, অঞ্জন মিত্র নাম প্রত্যাহার করে নিলেও তাঁর কন্যা সোহিনী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জুলাই মাসের মাঝামাঝি সময় থেকেই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন সৃঞ্জয় বসু, দেবাশিস দত্তরা। বিভিন্ন এলাকায় ছোট ছোট বৈঠক করে ভোটের সাংগঠনিক কাজ এগিয়ে রেখেছিলেন অনেকটাই। এরমধ্যে কলকাতা লিগ মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পর অঞ্জন শিবিরের পালে হাওয়া লাগলেও তা স্থায়ী হয়নি। কারণ, অঞ্জন বাবু যে বাবুন বন্দ্যোপাধ্যায়কে ডেকে এনে ফুটবল সচিবের চেয়ার দিয়েছিলেন, তিনিই গিয়ে ভিড়ে যান টুটু বসুর শিবিরে। অনেকের মতে ওখানেই অর্ধেক লড়াই শেষ হয়ে গেছিল মিত্র অ্যান্ড কোং-এর। তারপর অঞ্জন মিত্রর নাম প্রত্যাহার কার্যত লড়াইকে একপেশে করে দেয়।
এ দিনের অনুষ্ঠানে প্রসেনজিৎ মোহনবাগানের প্রতি তাঁর বাবা অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ভালবাসার কথাও বলেন। সেইসঙ্গে জানান, তিনি বাবাকে দেখে অভিনয় জগতে এলেও তাঁর ছেলে তৃষাণজিৎ ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
Be the first to comment