
রোজদিন ডেস্ক : ওপার বাংলায় হিন্দু নেতা ভবেশচন্দ্র রায় (৫৮)-এর অপহরণ ও হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দিল ভারত। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষার দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক।
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে। বৃহস্পতিবার বিকেলে ওপার বাংলার দিনাজপুর জেলার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ভবেশকে বাড়ি থেকে অপহরণ করে একদল দুষ্কৃতী। তাঁকে ন্যাড়াবাড়ি গ্রামে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। বৃহস্পতিবার রাতে তাঁকে অচেতন অবস্থায় বাড়ির সামনে ফেলে যায় দুষ্কৃতীরা। পরিবারের লোকেরা ভবেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। যদিও অভিযুক্তদের কাউকেই এখনও গ্রেপ্তার করেনি পুলিশ।
We have noted with distress the abduction and brutal killing of Shri Bhabesh Chandra Roy, a Hindu minority leader in Bangladesh.
This killing follows a pattern of systematic persecution of Hindu minorities under the interim government even as the perpetrators of previous such…— Randhir Jaiswal (@MEAIndia) April 19, 2025
শনিবার সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বাংলাদেশের হিন্দু নেতা ভবেশচন্দ্র রায়ের অপহরণ ও নৃশংস হত্যার ঘটনায় মর্মাহত।’
তিনি আরও বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর প্রাতিষ্ঠানিক নির্যাতনের একটি নমুনা। যদিও পূর্ববর্তী এই ধরনের ঘটনায় জড়িতরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে।’
ওপার বাংলায় সংখ্যালঘুদের প্রতি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে জয়সওয়াল বলেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আবারও অন্তর্বর্তী সরকারকে হিন্দু সহ সকল সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে দিচ্ছি।’
Be the first to comment