রোজদিন ডেস্ক:-
“We want justice”
সারা দেশের আজ একটাই শ্লোগান। এটা নেহাতই একটা শ্লোগান নয়। এটা আমাদের, নারীদের অধিকার।
না, আজ কোনো রাজনৈতিক রঙ এখানে লাগতে পারবেনা। আর সাধারণ মানুষ লাগতে দেবেও না, কারণ তাহলে যে আর জি কর এ নিগৃহীত মেয়েটির রক্তের দাগ মিথ্যে হয়ে যাবে। চাপা পড়ে যাবে সব সত্যি ক্ষমতার ভারে।
এত্তো বড় বড় কথা মেয়েদের নিয়ে সবাই বলে, মেয়েরা পিছিয়ে নেই, সমান অধিকার আরোও কত বানী। সত্যি করে বলুন তো কোথায় দাঁড়িয়ে মেয়েদের সন্মান, তাঁদের ভবিষ্যত? সেবা দেওয়ার ব্রত নিয়ে এগিয়ে যাওয়া একটি মেয়ের প্রাণ অকালেই চলে গেল।
এই ঘটনা নতুন নয়, দিল্লী, উত্তরপ্রদেশ থেকে আমাদের বাংলাতেও অনবরত ঘটেই চলেছে। মানুষ রূপী অসুরদের কাছে জবাই হচ্ছে কত প্রাণ। কোল খালি হচ্ছে কত মায়ের, কিন্তু তাতে কারোর কিছু যায় আসেনা। দুদিন বাদে আবার সব স্তব্ধ হয়ে যায়।
বিশ্বাস করুন এটা আর চলবেনা, এর একটা বিহিত হওয়া উচিত। তাইতো কলকাতা থেকে শুরু করে শহরতলীর বিভিন্ন জায়গায় নারীরা রাত দখল করতে পথে নেমেছে।
রাত পোহালেই স্বাধীনতা। হায়রে! কি স্বাধীন দেশেই আমরা বাস করছি। যেখানে ছাত্র, চিকিৎসক, শিল্পী কেউই বাদ যায়না নর পিশাচ দের হাত থেকে।
দোষী যাঁরা তারাও তো কোনো না কোনো মায়ের কোলের সন্তান। তাহলে কি তাদের মায়েরা শিক্ষা দিতে ব্যার্থ। যদি তাই হয়, তাহলে আপনাদের সন্তানকে বাড়ীতে আটকে রাখুন, যাতে আপনার কুলাঙ্গার সন্তান অন্য মায়ের কোল খালি করতে না পারে।
প্রতিবাদ চলবে, যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে। নইলে এটা ভাবতে বাধ্য হবো সমাজের মেরুদণ্ড আজ ভগ্নপ্রায়।
বাইট : মৌমিতা সিংহ
ছবি ও ভিডিও : ঘটনাস্থল থেকে সরাসরি
Be the first to comment