বকেয়া DA এর দাবিতে কোঅর্ডিনেশন কমিটির বিধানসভা অভিযান ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের সদস্যরা মিছিল করে এগোতে গেলে রানী রাসমণি অ্যাভিনিউ তাঁদেরকে আটকে দেয় পুলিশ। কিন্তু কোনভাবেই তাঁরা পুলিশের সঙ্গে সহযোগিতা করতে চাননি বলে অভিযোগ। উল্টে ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা।
ডিএ-র দাবিতে এদিন বিধানসভা অভিযান করেন রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। পুলিশের ব্যারিকেড ভেঙে বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারী বিধানসভার দিকে ছুটতে থাকেন। উত্তেজনা ছড়ায় ধর্মতলা চত্বরে। এরপর সেই আঁচ গিয়ে পড়ে বিধানসভা চত্বরে। বিধানসভার মূল ফটকের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বুধবার দুপুরে। ডিএ মামলার শুনানি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সব জটিলতা কাটিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছে রাজ্য সরকার।আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ করতে হবে। আর সেই পরিস্থিতিতে এইভাবে ব্যস্ত দিনে প্রকাশ্য দিবালোকে বিক্ষোভ করে কার্যত সাধারণ মানুষকেই হয়রান করার চেষ্টা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সরকারি কর্মচারীদের ২৭ টি সংগঠনের যৌথ মঞ্চের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে উত্তাল মহানগরী। লেনিন মূর্তির পাদদেশে জমায়েতের পর আন্দোলনকারী কর্মীরা বিধানসভার গেটের দিকে এগিয়ে এলে পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে। যদিও পুলিশের বিরুদ্ধে মারধোরের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।
Be the first to comment