ছাত্রনেতা আনিসের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে পথে বাম ছাত্র যুব সংগঠন, রিপোর্ট তলব ডিজির

Spread the love

ছাত্রনেতা আনিসের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে পথে বাম ছাত্র যুব সংগঠন। আমতা থানা ঘেরাও। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ভাঙল ব্যারিকেড। সব মিলিয়ে বাম বিক্ষোভ ঘিরে ধন্ধুমার পরিস্থিতি হাওড়ার আমতায়।

এদিকে আমতার ঘটনায় পুলিশকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ডিজি। রবিবারই হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে ডেকে পাঠানো হয়েছিল ভবানী ভবনে। পুলিশ সুপারের কাছ থেকে ঘটনার বিস্তারিত রিপোর্ট নেন ডিজি। ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক ঘটনার তদন্ত করবেন বলে ভবানী ভবন সূত্রে খবর। 

গত বছরের ২৪ মে, পুলিশকে চিঠি লিখে নিজের ও পরিবারের প্রাণ বিপন্ন হতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন আমতার মৃত ছাত্রনেতা আনিস খান। আমতা থানার আধিকারিককে সম্বোধন করে লেখা সেই চিঠিতে আনিস আশঙ্কা প্রকাশ করেছিলেন, শাসক দলের স্থানীয় নেতারা তাঁর ও তাঁর পরিবারের উপর প্রাণঘাতী হামলা শানাতে পারে। পুলিশকে ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছিলেন আনিস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*