১৭৫ রাস্তায় সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি কলকাতা পুলিসের, পথে নেমে প্রতিবাদ আরোহীদের

Spread the love

মহানগরীর ১৭৫টি রাস্তায় সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিস। যা সাধারণ মানুষের জীবন-জীবিকার উপর প্রভাব ফেলেছে। আর শুধু নিষেধাজ্ঞাই নয়, পুলিস বিভিন্ন অজুহাতে সাইকেল আরোহীদের উপর জুলুম, শারীরিক নির্যাতন ও জরিমানা করে থাকে। এরই প্রতিবাদে শনিবার পথে নামলেন সাইকেল আরোহীরা।

করোনা পরিস্থিতিতে বহু সাধারণ মানুষের কাজ চলে গিয়েছে। তার উপর জিনিসপত্রের আকাশছোঁয়া দাম বাড়ছে। তাছাড়াও বহু মানুষ জীবন-জীবিকা সাইকেলের উপর নির্ভরশীল। যেমন সংবাদপত্র, দুধ, মাছ, সবজি বিক্রেতা, হোসিয়ারি শিল্পের শ্রমিক, অল্প বেতনের চাকুরিজীবি, ক্যুরিয়ার সার্ভিস, ওষুধ ও খাবার ডেলিভারি থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ। শহরের একাধিক রাস্তায় সাইকেল চালানোর নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়েছেন তাঁরা।

এছাড়াও সাইকেল স্বাস্থ্য সহায়ক ও পরিবেশ বান্ধব। বিশ্বে ভয়াবহ পরিবেশ দূষণে বর্তমানে বহু দেশে সাইকেল চালানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। এই রকম অবস্থায় শহর কলকাতায় সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারির ফলে কলকাতা সাইকেল আরোহী অধিকার ও জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে পুনরায় সাইকেল চালানোর আবেদন করা হলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*