মহানগরীর ১৭৫টি রাস্তায় সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিস। যা সাধারণ মানুষের জীবন-জীবিকার উপর প্রভাব ফেলেছে। আর শুধু নিষেধাজ্ঞাই নয়, পুলিস বিভিন্ন অজুহাতে সাইকেল আরোহীদের উপর জুলুম, শারীরিক নির্যাতন ও জরিমানা করে থাকে। এরই প্রতিবাদে শনিবার পথে নামলেন সাইকেল আরোহীরা।
করোনা পরিস্থিতিতে বহু সাধারণ মানুষের কাজ চলে গিয়েছে। তার উপর জিনিসপত্রের আকাশছোঁয়া দাম বাড়ছে। তাছাড়াও বহু মানুষ জীবন-জীবিকা সাইকেলের উপর নির্ভরশীল। যেমন সংবাদপত্র, দুধ, মাছ, সবজি বিক্রেতা, হোসিয়ারি শিল্পের শ্রমিক, অল্প বেতনের চাকুরিজীবি, ক্যুরিয়ার সার্ভিস, ওষুধ ও খাবার ডেলিভারি থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ। শহরের একাধিক রাস্তায় সাইকেল চালানোর নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়েছেন তাঁরা।
এছাড়াও সাইকেল স্বাস্থ্য সহায়ক ও পরিবেশ বান্ধব। বিশ্বে ভয়াবহ পরিবেশ দূষণে বর্তমানে বহু দেশে সাইকেল চালানোর জন্য উৎসাহিত করা হচ্ছে। এই রকম অবস্থায় শহর কলকাতায় সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারির ফলে কলকাতা সাইকেল আরোহী অধিকার ও জীবিকা রক্ষা কমিটির পক্ষ থেকে পুনরায় সাইকেল চালানোর আবেদন করা হলো।
Be the first to comment