
রোজদিন ডেস্ক, কলকাতা:- মমতার সঙ্গে বৈঠকের আগে চাকরিহারাদের বিক্ষোভে রণক্ষেত্র চেহারা নিল নেতাজি ইন্ডোর। চাকরিহারাদের দু’পক্ষ সেখানে মুখোমুখি হয়েছে। একদলের কাছে বৈঠকের ‘পাস’ আছে। তাঁদের অধিকাংশ শহিদ মিনার থেকে মিছিল করে নেতাজি ইন্ডোরে পৌঁছেছেন। ঘটনাস্থলে গিয়ে বসে পড়েছেন তাঁরা। দাবি, অযোগ্যদের তাঁরা বৈঠকে ঢুকতে দেবেন না। এ ছাড়া, অপর পক্ষ রাতভর নেতাজি ইন্ডোরের সামনেই জমায়েত করেছিলেন। তাঁদের কাছে ‘পাস’ নেই। ‘পাস’ কোথা থেকে এল, তার বৈধতা কী, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা। চাকরিহারা যাঁদের হাতে পাস রয়েছে, তাঁদের নেতাজি ইন্ডোরের অন্য গেট দিয়ে ঢোকাচ্ছেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। দু’পক্ষের মধ্যে বচসা, হাতাহাতিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে নেতাজি ইন্ডোর। ব্যারিকেড করা হল নেতাজি ইন্ডোরে।
কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের এসএসসি’তে নিয়োগের পুরো প্যানেল বৃহস্পতিবার বাতিল করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি। এই পরিস্থিতিতে সোমবার নেতাজি ইন্ডোরে বৈঠক হওয়ার কথা। অভিযোগ, বৈঠকের ‘পাস’ পাননি অনেকে। ফলে চাকরিহারাদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। জড়িয়ে পড়েন পুলিশের সঙ্গে বচসায়। এরপরই দেখা যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পরেন। সেখানে উপস্থিত হন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি জানালেন, যাঁদের কাছে ‘পাস’ আছে, তাঁদের অন্য গেট দিয়ে প্রবেশের বন্দোবস্ত করা হয়েছে। নেতাজি ইন্ডোরের সামনের রাস্তা ফাঁকা করে দিতে অনুরোধ করলেন তিনি। যাঁদের কাছে ‘পাস’ নেই, তাঁদের শান্ত হয়ে দাঁড়াতে বলা হয়েছে। তাঁদের জন্য কী বিকল্প ব্যবস্থা করা হয়, তা দেখা হচ্ছে। এদিন সংবাদমাধ্যমকে ডিসি সেন্ট্রাল জানান, ‘অনেক লোক চলে এসেছেন। আমরা অন্য গেট দিয়ে ঢোকানোর চেষ্টা করছি। পাস কারা দিয়েছে, আমাকে সেটা দেখতে হবে। পাস দেখেই আমরা ঢোকাচ্ছি’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে থাকার জন্য নেতাজি ইন্ডোরের সামনে রবিবার রাত থেকে জড়ো হয়েছেন বহু চাকরিহারা প্রার্থী। তাঁদের অভিযোগ, সকলকে ভিতরে যাওয়ার ‘পাস’ দেওয়া হচ্ছে না। ‘পাস’ও বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। যাঁরা রাত থেকে বসে আছেন, তাঁদের ‘পাস’ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ‘যোগ্য’দের বঞ্চিত করে ওই পাস ‘অযোগ্য’দের দেওয়া হয়েছে বলে অভিযোগ। এনিয়ে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন চাকরিহারাদের একাংশ। সকাল থেকে নেতাজি ইন্ডোরের সামনে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল রাত থেকে শহিদ মিনারের সামনে জমায়েত করেছেন চাকরিহারাদের একাংশ। তাঁরাও নেতাজি ইন্ডোরে যাবেন বলে প্রস্তুত হচ্ছেন।
চাকরিহারাদের একাংশের দাবি, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের ‘পাস’ দেওয়া হয়েছে। ‘যোগ্য’ প্রার্থীরা এই ‘পাস’ পেয়েছেন। কীভাবে ‘যোগ্য’ বাছা হল? তার উত্তরে চাকরিহারাদের বক্তব্য, মামলাকারীদের প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া, ওএমআর শিট দেখে ‘ঠিক করা হয়েছে’ কারা যোগ্য। তাঁরাই পাস পেয়েছেন। অন্য একাংশের অভিযোগ, এই ‘পাস’ কোথা থেকে দেওয়া হল, তাঁরা জানেন না। তাঁরা কোনও ‘পাস’ পাননি। কিন্তু তাঁরা নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে চান।
গতকালই চাকরিহারাদের একাংশ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। কিন্তু একজন ‘অযোগ্য’ প্রার্থীও সেই বৈঠকে থাকলে তাঁরা বৈঠক বানচাল করে দেবেন।
Be the first to comment