প্রভিডেন্ট ফান্ডে সুদ বেড়ে হলো ৮.৬৫ শতাংশ, ঘোষণা কেন্দ্রের

Spread the love

অবশেষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়ালো কেন্দ্র ৷ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) অধীনস্থ কর্মীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে ৷ ২০১৮-২০১৯ আর্থিক বছরে EPFO-এ জমা রাখা টাকার পরিমাণের উপর ৮.৬৫ শতাংশ হারে সুদ দেওয়ার কথা জানাল কেন্দ্র ৷ বুধবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙওয়ার ৷

EPFO-এর অধীনে থাকা ৬ কোটিরও বেশি কর্মী এই সুবিধা পাবেন ৷ লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে EPFO নীতি নির্ধারণ কমিটি ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধির কথা বলেছিলো। শেষ তিন বছরের মধ্যে এটিই প্রথম বৃদ্ধি কারণ এর আগের অর্থবর্ষে সুদের হার গত পাঁচ বছরের মধ্যে ছিল সর্বনিম্ন ৮.৫৫ শতাংশ ৷

মঙ্গলবার একটি অনুষ্ঠানে এসে গাঙওয়ার বলেন, উৎসবের মরশুমেই সারা দেশের ৬ কোটি EPFO উপভোক্তারা গত অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখা টাকার উপর ৮.৬৫ শতাংশ সুদ পাবেন ৷ পরিবর্তিত হারে সুদ দিতে সরকারের অতিরিক্ত খরচ হবে ১৫১.৬৭ কোটি টাকা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*