ফরাসি লিগে পিএসজি জিতলো

PARIS, FRANCE - NOVEMBER 22: Kylian Mbappe of PSG celebrates after scoring his sides fourth goal during the UEFA Champions League group B match between Paris Saint-Germain and Celtic FC at Parc des Princes on November 22, 2017 in Paris, France. (Photo by Catherine Ivill/Getty Images)
Spread the love

ফরাসি লিগ ওয়ানে নিজেদের শেষ ম্যাচে পিএসজি মুখোমুখি হয়েছিল অঁজির। ঘরের মাঠে দশজনে খেললেও শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে জিতে লিগ চ্যাম্পিয়ান হওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেছে পিএসজি। কিলিয়ান এমবাপের জোড়া গোল জয় পেয়েছে পিএসজি। ম্যাচের ১২ মিনিটেই গোল করেন ফরাসি ফরোয়ার্ড এমবাপে। সতীর্থ জার্মান মিডফিল্ডার উইলিয়ান ড্র্যাক্সলারের বাড়িয়ে দেওয়া পাস পেয়ে ডি-বক্সের ভেতর থেকে কোণাকুণি শটে গোল করেন এই ১৯ বছর বয়সী এমবাপে। এর ৪ মিনিট পরই বড় ধাক্কা খায় পিএসজি। পিএসজি দলে ইতালিয়ান মিডফিল্ডার থিয়াগো মোত্তা ফাউল করে লাল কার্ড দেখেন। তারপর দশজনের পিএসজি দলকে ২৫ মিনিটের মাথায় আবার এগিয়ে দেন এমবাপে।
খেলার দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় অঁজি। তাই ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। জয়ের ফলে শীর্ষস্থানে থাকা এই দলটির ৩০ ম্যাচে সংগ্রহ ৮০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর সাথে তাদের পার্থক্য ১৭ পয়েন্টের।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*