দুটো ভিন্ন কক্ষপথে স্যাটেলাইটগুলিকে পাঠিয়েছে PSLV। ভূপৃষ্ঠ থেকে ৬৩৬ কিলোমিটার উপরে HysIS-কে পাঠানো হয়েছে। ৯৭.৯৫৭ ডিগ্রি কোণে পোলার সান-সিনক্রোনাস অরবিট বা SSO-এ HysIS পৌঁছে গেছে। তারপর শেষ পর্যায়ে ৫০৪ কিলোমিটার উচ্চতায় নেমে আসে PSLV। সেখানে বাকি স্যাটেলাইটগুলিকে ছেড়ে দেয় PSLV। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে ১১২ মিনিট সময় লেগেছে।
Be the first to comment