এবারে বন্ধ রাখা হচ্ছে রেড রোড পুজো কার্নিভ্যাল; জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Durga puja Carnival at Red Road on Tuesday. Express photo. 03.10.17
Spread the love

করোনা আবহে এবারে বন্ধ রাখা হচ্ছে রেড রোড পুজো কার্নিভ্যাল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শহরের পুজো কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রী জানান, করোনা সংক্রমণে রাশ টানতে এ বছরের জন্য  রেড রোড পুজো কার্নিভ্যাল বন্ধ রাখা হবে।

করোনা পরিস্থিতিতে সুষ্ঠভাবে দুর্গাপুজো করতে সচেষ্ট রাজ্য সরকার৷ এমতাবস্থায়  পুজোর উদ্যোক্তাদের জন্য এদিন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর ৷ তিনি বলেন, এ বছর দুর্গাপুজোর জন্য পুজো কমিটিগুলির থেকে কোনও ট্যাক্স নেবে না পুরসভা এবং পঞ্চায়েত ৷ একইসঙ্গে মঞ্চ থেকেই পুজোর কর ছাড়ের ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর৷ পাশাপাশি, প্রতিটি পুজোকমিটিকে রাজ্য সরকার ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৮ সাল পর্যন্ত দুর্গাপুজো কমিটিগুলিকে ১০ হাজার টাকা করে দিত নবান্ন। কিন্তু গত বছর অর্থাৎ উনিশ সালে তা এক লাফে দেড়শ শতাংশ বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়। সেই সঙ্গে বিদ্যুৎ বিলে ২৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এ বার তা দ্বিগুণ হল অর্থাৎ তীতের সব রেকর্ডকেই ছাপিয়ে ৫০ হাজার টাকা অনুদান পাবে পুজো কমিটিগুলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*