তিনি আসলে কত্থক শিল্পী। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে নাকি বাবা বলে সম্বোধন করেন। তিনি নাকি মোদীর ধর্মগুরু। এই পরিচয় দিয়ে দেশের নানান প্রান্ত বিনি পয়সায় ঘুরতে চেয়েছিলেন ওই নৃত্য শিপ্লী। আর তাতেই ঘটল বিপত্তি। দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হলেন ৩৩ বছর বয়সী পুলকিত মিশ্র।
গাজিয়াবাদে একটি নাচের স্কুল চালান পুলকিত। এপ্রিল মাসে সীতাপুরের জেলা শাসককে ফ্যাক্স করে তিনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বলে পরিচয় দেন। সেই সঙ্গে ওই ফ্যাক্সে লেখেন, প্রধানমন্ত্রী তাঁর শিষ্য। অগাস্ট মাসে পুলিশ জানতে পারে ওই ফ্যাক্স সম্পূর্ণ ভুয়ো। এরপরই তোলপাড় পড়ে যায় প্রশাসনে। মামলা রুজু করে পুলিশ। বিনামূল্যে দেশ ঘোরার ছক করে আপাতত শ্রীঘরে পুলকিত মিশ্র।
পুলিশের এক আধিকারিক বলেন, ফ্যাক্সে ওই নৃত্য শিপ্লী তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের একটি উচ্চপদে রয়েছেন বলে দাবি করেন। কিন্তু তা সম্পূর্ণ ভিত্তিহীন। ওই নৃত্য শিপ্লীর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর বোন এবং এক বন্ধুকেও।
Be the first to comment