শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে CRPF-এর কনভয় যাচ্ছিল। ৩৫০ কেজি বিস্ফোরক ভর্তি একটি স্করপিও গাড়ি নিয়ে এক জঙ্গি কনভয়ের গাড়িতে ধাক্কা মারে। আজকের দিনে ঠিক একবছর আগের সেই বিস্ফোরণে শহিদ হয়েছিলেন ৪০ জন CRPF জওয়ান। আজ তাঁদের স্মৃতিসৌধ উন্মোচন হবে জম্মু-কাশ্মীরের লেতপোরা ক্যাম্পে।
পুলওয়ামায় বিস্ফোরণের জায়গাটির পাশেই একটি CRPF ক্যাম্পে স্মৃতিসৌধগুলি নির্মাণ করা হয়েছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নীতি সেবা ও নিষ্ঠার সঙ্গে সৌধগুলিতে খোদাই করা থাকবে ৪০ জনের নাম ও ছবি। আজ জম্মু ও কাশ্মীরের লেতপোরা ক্যাম্পে উন্মোচন হবে সৌধগুলির।
এই বিষয়ে, CRPF-র অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল জুলফিকর হাসান বলেন, জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতেই এই স্মৃতিসৌধের উন্মোচন। সেদিনের ঘটনা সত্যিই খুব দুর্ভাগ্যজনক। এখন আমরা শিক্ষা নিয়েছি। আমরা বরাবরই আমাদের গতিবিধি নিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করি। তবে এবার আরও সজাগ হয়েছি। ৪০ জন জওয়ানের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।
আমাদের লক্ষ্য, দেশ থেকে শত্রুদের মুছে ফেলা। সেই হামলার পরই আমরা যোগ্য জবাব দিয়েছিলাম। দিন কয়েকের মধ্যে খতম করা হয় হামলার মাস্টারমাইন্ড আবদুল রাশিদ গাজি এবং জইশ-ই-মহম্মদের কমান্ডার কামরানকে।
পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। টুইটে নরেন্দ্র মোদী লেখেন, তাঁরা অনন্য ছিলেন। দেশের সেবায় নিজেদের প্রাণ দিয়েছিলেন। ভারত কোনওদিন তাঁদের এই আত্মবলিদান ভুলবে না।
শহিদদের শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে তিনি জানান, দেশের সার্বভৌমত্ব ও সুংসহতির রক্ষায় পুলওয়ামার শহিদ ও তাঁদের পরিবারের আত্মত্যাগের কাছে কৃতজ্ঞ থাকবে ভারত।
শ্রদ্ধা জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইটে তিনি জানান, শহিদদের আত্মত্যাগ কখনও ভুলবে না ভারত। পুরো জাতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
শ্রদ্ধা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লেখেন, ‘পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের স্যালিউট জানাই। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা।
Be the first to comment