পুলওয়ামা হামলার দুবছর; শহীদ বাবলুর সাঁতরাকে স্মরণে মূর্তি বসল তাঁরই গ্রামে

Spread the love

পুলওয়ামায় জঙ্গি হামলার দুবছর পূর্ণ হল রবিবার। ভালবাসার দিন রক্তাক্ত হয়েছিল দুবছর আগে। এমন দিনে পুলওয়ামায় শহীদদের ভেজা চোখে স্মরণ করল গোটা দেশ। এমন দিনে পুলওয়ামা জঙ্গি হামলায় শহীদ বাবলু সাঁতরাকে অভিনব সম্মান জ্ঞাপন করা হল তাঁরই গ্রামে।

শহীদ বাবলু সাঁতরার নামাঙ্কিত রাস্তার উদ্বোধন হল। উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে চেঙ্গাইল চক্কাশী ১নং কলোনিতে শহীদ বাবলু সাঁতরার মূর্তি উন্মোচন করলেন বিধায়ক পুলক রায়। সঙ্গে ছিলেন শহিদ বাবলু সাঁতরার মা বনমালা সাঁতরা। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস। এদিন রাস্তার উদ্বোধন ছাড়াও বাবলু সাঁতরার একটি মূর্তি উন্মোচন করা হয়েছে। চেঙ্গাইল নেতাজি মোড় থেকে চক্কাশী ২নং কলোনী গঙ্গার ধার পর্যন্ত শহীদ বাবলু সাঁতরার নামাঙ্কিত রাস্তার উদ্বোধন হল। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*