পুলওয়ামা হামলার জেরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলো কেন্দ্র। জানা গিয়েছে, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তা এবং সবরকম সুবিধা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ বিচ্ছিন্নতাবাদী পাঁচ নেতার মধ্যে রয়েছে মিরওয়াইজ উমর ফারুক, আবদুল গনি ভাট, বিলাল লন, হাসিম কুরেশি এবং শবির শাহ ৷
এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, জম্মু-কাশ্মীরের বহুজনের সঙ্গে আইএসআই যোগ রয়েছে। এমনকী, কারও কারও সঙ্গে জঙ্গি সংগঠনেরও যোগ রয়েছে ৷ তাদের নিরাপত্তার পর্যালোচনা করা উচিত ৷
Be the first to comment