ইউনিট প্রতি বিদ্যুতের মাশুল ২.১৪ শতাংশ বৃদ্ধি করেছে পঞ্জাব বিদ্যুৎ বোর্ড । তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । শেষমেশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামানের ব্যবহার করতে হয় ।
AAP নেতা ভগবন্ত মনের নেতৃত্বে এই মিছিল শুরু হয় । অমরিন্দর সিংয়ের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা ছিল কর্মী সমর্থকদের । কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি আসতেই তাদের থামিয়ে দেওয় হয় । রাস্তাতেই ব্যারিকেড তৈরি করে পুলিশ । মুখ্যমন্ত্রীর বাসভবন ঘিরে পুলিশ মোতায়েন করা হয় ।
এবার পঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড ৮-১৪ শতাংশের মতো বৃদ্ধি চেয়েছিল। তা সত্ত্বেও ২০১৯-২০২০ বর্ষে মে মাসে ইউনিট প্রতি ২.১৪ শতাংশ মাশুল বৃদ্ধি করেছে পঞ্জাব বিদ্যুৎ বোর্ড ।
Be the first to comment