পঞ্জাবের হোশিয়ারপুরের কাছেই ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান মিগ-২৯ । আপাতত জানা যাচ্ছে, পাইলট সুরক্ষিত রয়েছে। আইএএফ জানিয়েছে, পাইলটকে একটি হেলিকপ্টার উদ্ধার করেছে।
আইএএফ জানিয়েছে, বিমানটিতে একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল। হঠাৎই একসময় বিমানটিকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ইজেক্ট করে পাইলট। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য তদন্তের আদেশ দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে একটি মাঠের ওপর ধ্বংসস্তুপের আকারে পড়ে রয়েছে যুদ্ধ বিমানটি। সেটিতে আগুনের শিখাও দেখা গেছে। এনডিটিভি জানাচ্ছে একটি ট্রেনিং মিশন চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।
ইজেক্ট হওয়ার পর একটি মাঠের পাশে নামেন পাইলট। পরে সেখান থেকে তাঁকে একটি হেলিকপ্টার উদ্ধার করে নেয়। জানা গেছে, এই মিগ বিমানটি জলন্ধরের কাছে আদামপুর বেসের।
মিগ -২৯ সোভিয়েত আমলের দ্রুত ইন্টারসেপ্টর ফাইটার জেট। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে এই বিমানকে ব্যবহার করেছিল ভারতীয় সেনা।
ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে ৬০ টিরও বেশি মিস ২৯ আছে। যেগুলিকে এয়ার-টু-এয়ার এবং এয়ার-টু-গ্রাউন্ড মিশনে সমানভাবে সফল হতে পারে এমন ভাবে আপগ্রেডও করা হয়েছে।
Be the first to comment