আজ মোহালিতে আইপিএলের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ১৫ রানে হারলো সানরাইজ হায়দ্রাবাদ। পরপর তিনটি ম্যাচে জয়লাভ করার পর এবারের আইপিএলে প্রথম হার তাদের। টসে জিতে পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিন ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরু থেকেই ক্রিস গেলের তান্ডব শুরু। নির্ধারিত ২০ ওভারে পাঞ্জাব ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান করে। ওপেনার ক্রিস গেল ৬৩ বলে দুর্দান্ত ১০৪ রান করে নট আউট রয়ে গেছেন। ১১টি ছক্কা এবং ১টি চার মেরেছেন তিনি। লোকেশ রাহুল(১৮), মায়াঙ্ক (১৮), করুন নায়ার(৩১) যোগ্য সহায়তা করেছেন। এদিন স্পিনার রশিদ খানের ওপর বেশি নির্দয় ছিলেন গেল। রশিদ খান এদিন ৪ ওভারে ৫৫ রান দিয়ে ১ উইকেট নেন।
জবাবে সানরাইজ হায়দ্রাবাদ ব্যাট করতে নেমেই শুরুতে ওপেনার শিখর ধাওয়ান আহত হয়ে অবসৃত হন। ঋদ্ধিমান সাহা শুরতে আউট হয়ে যান। অধিনায়ক কেন উইলিয়ামসন ৫৪ রান এবং মণিশ পান্ডে ৫৭ রানে নট আউট থাকেন। ২০ ওভারে ১৭৮ রান করতে সক্ষম হয়। ১৫ রানে হায়দ্রাবাদ পরাজিত হয়।
বিধ্বংসী ইনিংস খেলার জন্য এদিনে ম্যাচ সেরা হন ক্রিস গেল।
ফাইল ছবি
Be the first to comment