কৃষি আইনের বিরোধিতায় কৃষক বিক্ষোভের জের৷ পঞ্জাবে পুরসভা নির্বাচনে জোরাল ধাক্কা খেল বিজেপি৷ গত ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে যে সাতটি পুরনিগমের নির্বাচন হয়েছিল, তার সবকটিতে জয়ের পথে রাজ্যের শাসক দল কংগ্রেস৷ এই সাতটি পুরনিগমের মধ্যে রয়েছে আবোহর, ভাতিন্ডা, কাপুরথোলা, হোসিয়ারপুর, পাঠানকোট, মোগা এবং বাতলা৷ শেষ খবর পাওয়া পর্যন্ত চারটি পুরনিগম কংগ্রেস ইতিমধ্যেই দখল করে ফেলেছে৷ ভোট গণনার যে ফলাফল উঠে আসছে, তাতে বাকি তিনটিতেও কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত৷
কংগ্রেসের বিপুল জয়ের সঙ্গে সঙ্গেই পুরভোটে মুখ থুবড়ে পড়েছে বিজেপি এবং শিরোমণি অকালি দল৷ কৃষক বিক্ষোভকে সমর্থন জানিয়ে এনডিএ জোট থেকে বেরিয়ে এসেও জনসমর্থন পেল না শিরোমণি অকালি দল৷ আগামী বছরই পঞ্জাবে বিধানসভা নির্বাচন রয়েছে৷ তার আগে এই পুরসভা নির্বাচনের এই ফলাফল বিজেপি-র কাছে অশনি সঙ্কেত৷
কংগ্রেসের পাশাপাশি নির্দল প্রার্থীরাও পুরভোটে ভাল ফল করেছে৷ কিন্তু জোরদার প্রচার চালিয়েও প্রত্যাশা অনুযায়ী ফল করতে ব্যর্থ আম আদমি পার্টি৷
পঞ্জাবের আটটির মধ্যে সাতটি পুরনিগমে ভোট হয়েছিল৷ আরও একটি পুরনিগমে আগামী ১৮ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা৷ এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য জয় এসেছে ভাটিন্ডায়৷ কারণ দীর্ঘ ৫০ বছর পর সেখানে জয় পেয়েছে দল৷
Be the first to comment