প্রায় ১৭৭১.৬৯ মিলিয়ন মাৰ্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৩৭৯ কোটি ৬০ লাখ ২৮ হাজার টাকা প্রতারণার হদিশ মিলল মুম্বইয়ের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায়। বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে,পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বইয়ের একটি শাখায় প্রতারণা ও অবৈধ লেনদেনের হদিশ পাওয়া গেছে। মূলত বেশ কয়েকজন অ্যাকাউন্ট হোল্ডারকে সুবিধা পাইয়ে দিতে তাদের সম্মতিতেই এই লেনদেন করা হয়েছে বলে খবর।
যদিও এখনও পর্যন্ত এর লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ্যে আনেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে ল এবং এনফোর্সমেন্ট বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। দেশের বৃহত্তম ব্যাঙ্কগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
Be the first to comment