পাঞ্জাবের অমৃতসরে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন গুলি করে খুন করা হলো শিবসেনা নেতা সুধীর সুরিকে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়। অভিযোগ ওই নেতাকে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয় এক ব্যবসায়ী। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় সুধীরের।
জানা গিয়েছে, একটি মন্দিরের পরিচালনাকে কেন্দ্র করে এ দিন সকালেই ওই শিবসেনা নেতা এবং তাঁর অনুগামীদের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি হয়৷ যে মন্দিরটির পরিচালনাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত, তার বাইরেই এ দিন বিক্ষোভ চলছিল৷ সেই বিক্ষোভ চলাকালীন গুলি চালান স্থানীয় ওই ব্যবসায়ী। পাঁচ রাউন্ড গুলির মধ্যে দুটি গুলি লাগে সুবীরের গায়ে। মৃত্যু হয় তাঁর।
ঘটনার পরই অভিযুক্ত ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। যে পিস্তল থেকে গুলি ছড়া হয়েছিল বাজেয়াপ্ত করা হয়েছে সেটিও। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
Be the first to comment