আইপিএলে ২০১৮ এর এই সিজনে এখনো পর্যন্ত অপরাজিত দল সানরাইজ হায়দ্রাবাদ। তিনটি ম্যাচ খেলে তিনটেই জয় লাভ করেছে। হায়দ্রাবাদ দল ব্যাটে বলে দারুণ ভারসাম্য দেখিয়েছে এখনো পর্যন্ত। ব্যাটিং এর শুরুতে শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা থেকে শুরু করে মাঝের ইনিংসে অধিনায়ক কেন উইলিয়ামস, মণিশ পান্ডে, সাকিব আল হাসান, দিপক হুডা, ইউসুফ পাঠান এছাড়া বোলিং-এ ভুবনেশ্বর কুমারের সাথে রশিদ খান, সাকিব আল হাসানের স্পিন এবং পেসার সিদ্ধার্থ কল সকলেই যে যার মতো করে ভালো পারফরম্যানস দিয়ে যাচ্ছেন।
অন্যদিকে পাঞ্জাবও আইপিএলে শুরু থেকে চমক দিয়ে যাচ্ছে। অধিনায়ক রবিচন্দ্রণ অশ্বিনের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বর পাশাপাশি কে এল রাহুল, গেল, মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, যুবরাজ সিং এর ব্যাটিং তাদের গুরুত্বপূর্ণ অংশ। প্রতি ম্যাচে তারা পারফরম্যানস করছে। এই সিজনে তারা ৩টি ম্যাচের মধ্যে ২টি জিতেছে। আর একটা খুব ক্লোস ম্যাচ হেরেছে। আজ পাঞ্জাব ঘরের মাঠ মোহালিতে খেলবে হায়দ্রাবাদের বিরুদ্ধে। তাই অপেক্ষায়, পাঞ্জাব কি পারবে পরপর ৩টি ম্যাচে অপরাজিত হায়দ্রাবাদকে হারাতে।
Be the first to comment