শুরু হয়ে গেল পুরীর রথযাত্রা। শঙ্খ, উলুধ্বনি আর জয় জগন্নাথ উচ্চারণের উন্মাদনায়। রথের যাত্রা আরম্ভের আগেকার রীতি উপাচার মেনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বের করে আনা প্রকাশ্যে, লাখো ভক্তের মাঝে। প্রস্তুত জগন্নাথের রথ নন্দীঘোষ. বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ দেবদলন। জি টি রোড বরাবর সেগুলিকে সাজিয়ে রাখা হয়েছে। ভক্তেরা রথ টেনে নিয়ে যাবেন গুন্ডিচাবাড়িতে। তার আগে মঙ্গলারতি, মৈলাম, তড়পা লাগির মতো অনেক অনুষ্ঠান সারা হবে একে একে। একেবার ভোর থেকে শুরু হয় সেসব। এবারর রথযাত্রার ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এনএসজি ক্যান্ডো সহ ১৪০ প্ল্যাটুন পুলিশ বাহিনী রথে পাহারায় রাখা হয়েছে। ট্রাফিক সামলাতে নামানো হয়েছে আরও ৪০ প্ল্যাটুন পুলিশকর্মীকে। আছেন ৯০ জন অতিরিক্ত পুলিশ কমিশনার, ৩ হাজার সাব ইন্সপেক্টর, এএসআই, ১২০০ হোমগার্ড। পুরী শহর জুড়ে লাগানো হয়েছে ১২০টি সিসিটিভি। ওয়েবসাইটে যান চলাচলের সব খবর দেওয়া হচ্ছে। রথের রশিতে টান পড়বে বিকেলে। মাহেশেও রথযাত্রার প্রস্তুতি সম্পূর্ণ সেখানেও চলছে মঙ্গলাচরণ ও পুজোপাঠ।
Be the first to comment