পুরুলিয়ার লাগদা গ্রামে গিয়ে বৃহস্পতিবার দুটি পরিবারের সঙ্গে দেখা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ২৪ ঘণ্টা পর শুক্রবার ওই ২ পরিবারের ৪ সদস্য শিশুবালা রাজোয়ার, অষ্টমী রাজোয়ার, সঞ্জয় রাজোয়ার ও ফুচন আসেন কলকাতার তৃণমূল ভবনে। তৃণমূল ভবনে সাংবাদিকদের তাঁরা জানান, আগেও তাঁরা তৃণমূল কর্মী ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। হঠাৎ তাঁদের বাড়িতে গিয়েছিলেন অমিত শাহ। আর তাই সৌজন্যের খাতিরেই তাঁর সঙ্গে কথা বলেছেন। বিজেপি অভিযোগ করেছে, রাজোয়ারদের ভয় দেখিয়ে তুলে নিয়ে গিয়েছে তৃণমূল। তৃণমূলের মদন মিত্রের পাল্টা, ভয় দেখিয়ে দলে টানে বিজেপি, তৃণমূল নয়। রবিবার অমিত শাহ যে মঞ্চে সভা করেছিলেন, সেই মঞ্চই পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী, ফিরহাদ হাকিম ও শশী পাঁজারা। উল্লেখ্য, এর আগে নকশালবাড়ির মাহালি দম্পতির বাড়িতে পাত পেড়ে খেয়ে অমিত শাহ ফিরে যেতেই সেই দম্পতি তৃণমূলে যোগ দিয়েছিলেন।
Be the first to comment