পুরুলিয়ায় সরকারি হোমে নাবালিকাদের যৌন হেনস্থার অভিযোগ

অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানালেন লকেট

Spread the love

পুরুলিয়ায় সরকারি হোমে নাবালিকাদের যৌন হেনস্থার অভিযোগ। অভিযোগ, হোম কর্তৃপক্ষের মদতেই হোমের ভিতরে বহিরাগতরা নাবালিকাদের যৌন হেনস্থা চালাচ্ছিল। অভিযোগ পেয়ে হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় সোচ্চার হয়েছে বিজেপি। আর বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি পুরুলিয়ার আনন্দমঠ হোমের ২ আবাসিক নাবালিকা আদালতে অভিযোগ করেন, তাদের ওপর যৌন নির্যাতন চলছে। অভিযোগ পেয়ে হোমে যান পুরুলিয়া আদালতের বিচারক। একাধিক নাবালিকা জানান, হোমে ঢুকছে বহিরাগতরা। তারাই নাবালিকাদের যৌন নির্যাতন করছেন। এই অভিযোগ পেয়ে হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জেলাশাসক ও পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেয় আদালত। পুরুলিয়া মহিলা থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে হোম কর্তৃপক্ষ। অভিযোগকারী ২ নাবালিকাকে বাঁকুড়ার একটি হোমে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে এই নিয়ে তৎপরতা শুরু করেছে বিজেপি। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে বুধবার কলকাতায় শিশু সুরক্ষা কমিশনে স্মারকলিপি দিতে যান অগ্নিমিত্রা পালরা। গিয়ে দেখেন সেখানে তখন উপস্থিত নেই কমিশনের চেয়ারপার্সন অনন্য চট্টোপাধ্যায়। এরপর সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগড়ে দেন অগ্নিমিত্রা।

বিষয়টি নিয়ে বিজেপি অহেতুক রাজনীতি করছে বলে অভিযোগ করে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, পুলিশ তার কাজ করছে। দোষীরা শাস্তি পাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*