ছবি সৌজন্যে- (এএনআই)
পুরুলিয়ার বলরামপুরে ৩ দিনের মধ্যেই ২ বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বুধবার সকালে বলরামপুরের সুপুরডি গ্রাম থেকে উদ্ধার হয় বিজেপি কর্মী ২১ বছরের ত্রিলোচন মাহাতর ঝুলন্ত দেহ! আর শনিবার উদ্ধার হয় বিজেপি কর্মী দুলাল কুমারের দেহ। ২ জনের মৃত্যুতে সিআইডি-কে তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। এরই মধ্যে সরানো হল পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাসকে। তাঁর জায়গায় দায়িত্বে আনা হল আকাশ মাঘারিয়াকে।
সূত্রের খবর, ময়নাতদন্তের আগেই রহস্যমৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছিলেন জয়বাবু। তার জেরেই চড়তে থাকে উত্তেজনার পারদ। বিরোধীরা দাবি তোলে, তদন্তে নামার আগেই কী করে ত্রিলোচন মাহাতো ও দুলাল কুমারের মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলেন পুলিশ সুপার? আর তার জেরেই চাপে পড়ে তাঁকে বদলি করার সিদ্ধান্ত নেয় নবান্ন, এমনটাই সূত্রের খবর।
Be the first to comment