সিরিয়া থেকে আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তিনি ঘোষণা দিয়েছেন, সিরিয়ায় তাদের উদ্দেশ্য অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ হয়েছে। তাই, সিরিয়ায় অবস্থানকারী রাশিয়ান সেনাদের একটি বড় অংশ প্রত্যাহার করে নেয়া হবে। সূত্রের খবর। মধ্যপ্রাচ্যে তিন দিনের সফরে রয়েছেন পুতিন। তিনি সিরিয়ায় রাশিয়ার হেমেয়মিম বিমান ঘাঁটিতে আচমকা সফর করে সবাইকে অবাক করে দেন। সেখানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে কথা বলেন। রাশিয়ার সৈন্যদের উদ্দেশ্যে বক্তব্য রেখে সেনাকর্মকর্তাদের পুতিন বলেন, দুই বছরের কিছু বেশি সময়ে সিরিয়া এবং রাশিয়ার মিলিত বাহিনী সিরিয়ায় অবস্থানকারী আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের উৎখাত করতে সক্ষম হয়েছে। তাই সিরিয়াতে অবস্থানকারী রুশ সেনাদের একটি বড় অংশকে দেশে ফিরিয়ে নেওয়া হবে। সেনাবাহিনীদের উদ্দেশ্যে পুতিন আরো বলেন,আপনাদের মাতৃভূমি আপনাদের জন্যে অপেক্ষায় রয়েছে। সিরিয়ার সন্ত্রাস দমনে পাশে দাঁড়ানোর জন্যে রাশিয়াকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। উল্লেখ্য, আংশিক সৈন্য প্রত্যাহার করা হলেও, সিরিয়াতে রাশিয়ার হেমেয়মিম বিমান ঘাঁটি এবং লাতাকিয়া নৌ ঘাঁটি সরিয়ে নেয়া হচ্ছে না। সিরিয়াতে ভবিষ্যতে সন্ত্রাসবাদের হুমকি দেখা দিলে কিংবা আইএসের পুনরুত্থান হলে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন পুতিন।
Be the first to comment