করোনায় আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আগেই অসুস্থ হয়েছিলেন তিনি। মঙ্গলবার করোনা পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ। তিনি একা নন, সংক্রমিত তাঁর স্ত্রীও। দু’জনেই হাসপাতালে ভর্তি।
রাশিয়ায় ক্রমশই বাড়ছে কোভিড-১৯ এর প্রকোপ। করোনা সংক্রমণের নিরিখে ইতিমধ্যেই ব্রিটেন ও ইতালিকেও পিছনে ফেলে দিয়েছে রাশিয়া। রোজই কয়েক হাজার করে সংক্রামিত হচ্ছেন। সরকারি হিসেবে রাশিয়ায় করোনা আক্রান্ত ২ লক্ষ ৩২ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ২,১১৬ জনের। এরই মধ্যে পুতিনের মুখপাত্র আক্রান্ত হলেন।
এর আগে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন-সহ তাঁর মন্ত্রিসভার চার সদস্য করোনায় আক্রান্ত হন। এপ্রিলের শেষের দিকে করোনা সংক্রমণ ধরা পড়ার পরেই প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সাময়িক ভাবে সরে দাঁড়ান মিশুস্তিন। দীর্ঘ দিন ধরেই ভ্লাদিমির পুতিনের সঙ্গে কাজ করছেন দিমিত্রি পেসকভ। কয়েকদিন আগেই তাঁর কিছু উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করা হয়। মঙ্গলবার রিপোর্ট পজিটিভ পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি হন দিমিত্রি। ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ নিজেই জানিয়েছেন, “আমি অসুস্থ। আমি চিকিৎসাধীন রয়েছি।”
Be the first to comment